ইয়ে .. সবাই খেলছে তাই ...
Tattoos.......... না| ছুঁচ ফোটানোর ভয়ে তো বটেই, ট্যাটু আঁকানোর চেয়ে মোছা ঢের বেশি কঠিন, সেই কারণেও| আজ যা আমার ভালো লাগছে, পাঁচ বছর পর সেইটা ঠিক সেইভাবেই ভালো লাগবে, এরকম চিরস্থায়ী বন্দোবস্তে আমার খুব একটা ভরসা নেই, তাই | কিছু জিনিস অবিশ্যি আছে যেগুলোর প্রতি ভালোলাগা চুল্লিতে ঢোকা পর্যন্ত নড়চড় হওয়ার আশংকা নেই, কিন্তু সেগুলোকে হাতেপায়েপিঠে বয়ে বেড়ানোর পক্ষপাতী নই, তাই|
Surgeries............... এই মেরেছে| না, না, না| মায়ের দুখানা হয়েছিল, কষ্ট দেখে বুঝেছি ও জিনিস না হওয়াই ভালো| তা সে যতই হাসপাতালে ভালো ভালো খেতে দিক না কেন| 
Broken a bone......... নাঃ| একবার পা মচকেছিল বটে, সুদর্শন ডাক্তার হেসে এও বলেছিলেন - তিনদিন রেস্ট - কিন্তু আমি তার পরদিনই নাচতে নাচতে পুজোর বাজার করতে চলে গেছিলাম | ফল ? ডান পা-টা একটু কমজোরি হয়েই আছে, বেশি চাপ পড়লেই ব্যথা করে|
Fell in love........... উফ্, এত হাঁড়ির খবর বলতে হলে তো বিপদ! হ্যা রে বাবা| পনেরয় একবার, পঁচিশে আর একবার| হল ? পয়ত্রিশ এখনো হয়নি, হলে কি হবে বলা যাচ্ছে না|
Had been heart broken in love....দ্যাখো বাপু, বঁটিতে মাছ কুটব আর একবারও রক্তারক্তি হবে না এরকম হয় নাকি? ও সকলেরই হয়, আমারও হয়েছে| আসল কথাটা হল, কার হাতের রক্ত কত জলদি বন্ধ হয়|
Skipped school......... পাগলা নাকি? আমি কি স্কুলে একা একা যেতুম নাকি যে স্কুল কাটব? কলেজে অবিশ্যি দুটো একটা ক্লাস মাস বাংক মেরেছি, পরে বুঝেছি আরও বেশি মারলেও রেজাল্টের বিশেষ হেরফের হত না| বরং যারা ক্লাস কেটে মাঠে আড্ডা মেরেছে, আমি তাদের হিংসে করি| আজও|
Watched someone die........না| ভাগ্যিস!
Ridden in an ambulance..... না। চাপতে চাইও না| শোয়া-বসা কোনো অবস্থাতেই নয়|
Sang karaoke............ হ্যা| বিশেষ সুবিধে হয় নি বলাই বাহুল্য|
Have a pet......... ছোটবেলায় কুকুর ঘোড়া হাতি অনেককিছু পোষার কথাই ভেবেছিলাম, গ্যারেজে হাতিটার জায়গা হবে কিনা এরকম একটা ক্যালকুলেশনও মাথায় ঘুরেছিল, কিন্তু মায়ের এক কথা - আমি তোমার যত্নই করতে পারি না, আবার আরেকটা জানোয়ারের (নোট দ্য ল্যাঙ্গুয়েজ
) যত্ন করব কি করে? মা কুকুরের কথাই ভেবেছিলেন, অফ কোর্স|
Been skiing............... হল আর কই? শুধু বন্ধুদের ছবি দেখেই দিন গেল| জঘন্য|
Been skating.................. সেও হয়নি| ইউটিউবে দেখেই শখ মেটাই|
Rode a horse - ইয়েসসস| ঝিলমিল - এ (তখনও নিক্কো পার্ক হয়নি), প্রথমবার| ঘোড়া দুলকি চাল ছেড়ে হালকা ছোটা শুরু করতেই জিন আঁকড়ে গান শুরু করেছিলাম - খরবায়ু বয় বেগে| (গান গাইলে ঘোড়া ফেলে দেবে না একথাটা কে শিখিয়েছিল মনে নেই)
দ্বিতীয়বার দার্জিলিং-এর ম্যাল-এ| এ ঘোড়া বেশ জোরেই দৌড়েছিল, জিনের ঘষা খেয়ে আমার প্রাণ যায় আর কি| সেই থেকে না, যাঁরা ঘোড়ায় চড়ে যুদ্ধু করেছেন তাঁদের প্রতি আমার অগাধ শ্রদ্ধা| এক হাতে লাগাম, গায়ে একমণি যুদ্ধের পোশাক, হাতে আড়াইগজি তলোয়ার, আর পশ্চাদ্দেশে ক্রমাগত জিনের ঘষা খাওয়া - সবগুলো কো-অর্ডিনেট করা কি মুখের কথা?
আর হ্যা, আমি উটেও চড়েছি| পুরীতে| হাতিটা বাকি আছে|
Stayed in a hospital......... হ্যা| তবে সময়টা ভুলে যেতে চাই| পুরোপুরি|
Rode in the back of a police car..... ন্যাহ| যদিও ট্যাক্সিড্রাইভারকে পুলিশের ভয় দেখিয়ে মিটার ঠিক করিয়েছি একাধিকবার|
Ever kissed in public....... লে হালুয়া! বলব কেন?
Ever got drunk...... না| না| এবং না| লুকোনো ফ্রাস্ট্রেশান বের করে দেওয়ার অন্য রাস্তা আছে নিশ্চয়|
Travelled without ticket...... একবার ভুল করে| সেবার ধরা পড়িনি| আর একবার টিকিট কেটে ব্যাগে খুঁজে পাইনি - অতএব ফাইন|
Danced all night........... আঃ, বলছি না পায়ে ব্যথা ? ঠ্যাং খুলে গেলে লাগিয়ে দেবে কেডা ?
Stopped if a cat crossed Ur path.......কয়েকবার করে দেখেছি, কপাল যে পোড়া সেই পোড়াই| আজকাল করি না| বেড়ালও রাস্তা পার হয়, আমিও হই|
Written a book............ ইচ্ছে তো করেই, শুধু কেউ আমায় সময় আর আইডিয়া দাও না গো ? ল্যাদটাও কাটিয়ে দিতে পারলে ভালো হয়|
Danced on the street......ইচ্ছে আছে একবার পাড়ার ভাসানে বেদম নাচব| কবে হবে, জানা নেই|
আর আছে, প্রশ্ন? 
No comments:
Post a Comment