সেদিন বাদলবেলা, মেঘে মেঘে প্রবল আষাঢ়
বাহিরে বর্ষণ আর ঘরখানি নিবিড় আঁধার
ভিজে যায় উপত্যকা, ভেসে যায় প্রাচীন পাহাড়
পৃথিবীর আদি নারী ডুবে যায় পুরুষে তাহার
নখরে বিদ্যুৎ ছোটে; চুম্বনে চুম্বনে বজ্রপাত
আগুন মিশেছে ঝড়ে; কে দিল এ দুয়ারে আঘাত
তার পর, হেমন্ত| তার পর কী গভীর শীত
একাকী চায়ের কাপ। মন কো তো না মিলা রে মিত
তার পর ছাতা হাতে গলি ঘুরে একা ঘরে ফেরা
তার পর উড়ে গেছে ইতস্ততঃ বিক্ষিপ্ত মেঘেরা
সাঁঝের পূরবী ছুঁয়ে ভেজা ঠোঁটে নামে না মল্লারও
পুরুষ, শ্রাবণদিন আর কি ফিরিয়ে দিতে পারো?
ও - রাস্তায় হাঁটুজল| এ-ভবনে ঊষর আঙিনা|
বল তবে, পলাতক, কেন তোকে ভুলতে পারি না !
No comments:
Post a Comment