Thursday, June 9, 2016

চায়ের দোকান





ব্যাপারটা শুরু হয়েছিল একটা পিপড়ের কামড় দিয়ে | ল্যাব থেকে বেরিয়ে মাথায় ফুল গুঁজে চায়ের দোকানের দিকে হাঁটছি, হঠাত মনে হল গলার কাছে কি যেন কামড়েছে, চুলকাচ্ছে, জ্বালা করছে| চায়ের দোকানে পৌঁছাতে পৌঁছাতে জায়গাটা লাল হয়ে ফুলে উঠল, সবাই ‘কি কামড়েছে, কি হয়েছে’ বলে হইহই করে এগিয়ে এল|তারপর যা হয়, ঈ দেখাল তার চোখের পাশে পোকা কামড়ে ফুলিয়ে দিয়েছে, তারপরে আমরা আলোচনা করলাম মশার কামড়ে বেশি লাগে না পিপড়ের, প বলল চোখের মধ্যে পিপড়ে কামড়ে ধরলে ভয়ানক লাগে, আমরা মাথা নেড়ে বললাম ঠিক ঠিক|

তারও পরে চা খেতে খেতে শুরু হল উদ্ভট আলোচনা| কবে তাইল্যান্ডে একজন লোক সকালে কমোডে বসতে গিয়ে অস্থানে পাইথনের কামড় খেয়েছে, সে বেঁচে আছে না মরে গেছে (প-এর প্রশ্ন, পাইথন কি কামড়ায়? মানে, কামড়টা কি বিষাক্ত? তাতে আমার উত্তর, যাকে কামড়ায় তার কি তখন সেসব মনে থাকে?), বছরকয়েক আগে জিম্বাবোয়ের কোথায় এক প্রাক্তন ক্রিকেটারের বিছানার তলায় আট ফুট লম্বা কুমির সারারাত ঘুমিয়েছিল, তারপরে সকালে তাকে বের করতে গেলে প্রচন্ড আপত্তি জানিয়েছিল, (http://www.dailymail.co.uk/…/Man-40-finds-8ft-crocodile-hid…) কোন রাশিয়ান দম্পতি এক ভালুকছানাকে তুলে এনে ‘মানুষ’ করেছেন, সে এখন গম্ভীর স্টাইলে সকালে চায়ের টেবিলে এসে বসে, সন্ধেবেলা টিভি দেখে(বিশ্বাস হচ্ছে না তো? আমারও হয়নি, যতক্ষণ না এটা দেখলাম- https://www.youtube.com/watch?v=_8mZGLRY2L0)|

কুমির তো দারুণ ল্যাদ হয়, তাই না? – ঈ|

তা আর বলতে! দেখিসনি, কেমন হাত পা ছড়িয়ে রোদ পোহায়? – প|

আমি আবার জন্তুটন্তু নিয়ে একটু বেশিই আদিখ্যেতা করি কিনা, তাই মিছিমিছি কাউকে বদনাম করাটা আমার সইল না| বলে বসলাম, ‘যাও সামনে, টের পাবে ল্যাদ না কি| পা-খানা কেটে নেবে’খন ঘ্যাঁচ করে|’ বলেই মনে হল আরেকটু মোলায়েম করা দরকার বোধ হয় কথাটা, তাই জুড়ে দিলাম, ‘জন্তুজানোয়াররা খিদে না পেলে চট করে হামলে পড়ে না|’

প প্রথমে মাথা নেড়েছিল, পরে কি মনে পড়তে বলল, ‘না মানে সেটা সিংহ করে, বাঘ কিন্তু ওর’ম না, খিদে না থাকলেও মারে| ওদের আসলে নিজেদের পেট সম্পর্কে ঠিকঠাক এস্টিমেট নেই|’
ঈ| ‘হ্যা হ্যা, একদম বাঙালিদের মত, খালি দৃষ্টিখিদে, পেট ঠেসে লুচি খেয়েও বিরিয়ানি দেখলে হাত বাড়ায়| সাধে কি বলেছে রয়্যাল বেঙ্গলটাইগার!’
************************************************************************
বুঝুন তা’লে আমরা কি মন দিয়ে রিসার্চ করি|